কীভাবে বুঝবেন আপনার রুকইয়াহ বিষয়ক সমস্যা আছে নাকি?

আপনার কি একা অন্ধকার রুমে থাকতে ইচ্ছা করে? শরীর টা খুব ক্লান্ত লাগে অকারণেই? অকারণেই মেজাজ খিটখিটে হয়ে থাকে আবার অকারণেই মন খারাপ লাগে?

.

এ জাতীয় প্রশ্নগুলোর উত্তর যদি ইতিবাচক হয়, তবে আপনার অনতিবিলম্বে একজন ভালো রাক্বীর মাধ্যমে রুকইয়াহ করানো আবশ্যক। কারণ অনেক সময় আমরা নিজেদের অজান্তেই বদনজর, জ্বী*ন কিংবা যাদু দ্বারা আক্রান্ত হই। যা ধীরে ধীরে আমাদের শারিরীক এবং মানসিক উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলে।

.

কীভাবে বুঝবেন আপনার রুকইয়াহ বিষয়ক সমস্যা আছে নাকি?

.

১) যাদের মাত্রা অতিরিক্ত পেটে ব্যথা।

২) শরীরে জ্বালাপোড়া।

৩) বছরের পর বছর মাথা ব্যথা।

৪) একের পরে রোগ ব্যাধি লেগে থাকা।

৫) দিন দিন শুকিয়ে যাওয়া।

৬) চেষ্টা করা সত্ত্বেও নামাজ, তিলাওয়াত ও অন্যান্য এবাদতে মনোযোগী হতে না পারা।

৭) একাকী থাকতে পছন্দ করা।

৮) আলোহীন বদ্ধ রুম ভালো লাগতে শুরু করা।

৯) মানুষের সাথে মিশতে অসহ্য লাগা।

১০) পড়তে বসলেই মাথাব্যথা শুরু হওয়া।

১১) সকল কাজ করতে পারলেও পেশা সংক্রান্ত কাজ। শুরু করলে সুস্থ বা দুর্বল হয়ে পড়া ।

.

স্পেশালি বোনদের ক্ষেত্রে—

.

১) সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বিয়ের প্রস্তাব বারবার ভেঙ্গে যাওয়া।

২) নামাজ বন্ধের দিনগুলোতে অতিরিক্ত ব্লিডিং বা ব্যাথা হওয়া ।

৩) প্রপার ট্রিটমেন্ট করার পরেও মাত্রাতিরিক্ত চুল পড়া।

৪) এলার্জি না থাকা সত্ত্বেও শরীরের বিভিন্ন জায়গায় । বিশেষ করে যে সমস্ত স্থানে হাত পৌঁছায় না আঁচড়ের দাগ দেখা ।

৫) ঘুম থেকে ওঠার পরে শরীর মাত্রাতিরিক্ত ব্যথা হওয়া ।

.

এখানে এক মানুষের ক্ষেত্রে একেক রকম লক্ষন দেখা যায়, তাই সব আপনার ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে যদি অনেকগুলো লক্ষনই যদি মিলে যায় তবে রুকইয়াহ করে আপনার পরীক্ষা করা উচিত কোনো সমস্যা আছে নাকি?

.

যদি এ ধরণের কোনো সমস্যা থেকে থাকে তবে সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন হিজামা প্ল্যানেটে। এখানে হিজামার পাশাপাশি আপনারা রুকইয়াহ সার্ভিস পাবেন অভিজ্ঞ রাক্বীর মাধ্যমে ইনশা’আল্লাহ।

.

ঢাকায় ৫ টি সহ আমাদের ১৮ টির বেশি ব্রাঞ্চে রুকইয়াহ সেন্টার আছে।হিজামা প্ল্যানেট :: কাপিং ও রুকইয়াহ সেন্টারের যে সকল ব্রাঞ্চে রুকইয়াহ করানো হয়, তার লিস্ট ::

https://www.facebook.com/100064208105210/posts/785120016971595

.

©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি, ভিডিও ও টেক্টট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা’আল্লাহ।